ডেইলি প্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উদযাপিত হয়েছে গৌরবময় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১ জুলাই, মঙ্গলবার, জ্যামাইকার ইলহাম একাডেমির কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিল জাতীয় সংগীত, স্মৃতিচারণ, কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন, নির্মল আড্ডা, ছবি তোলা এবং সম্মাননা প্রদান। আয়োজনটি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ১০৪তম বর্ষ উদযাপন কমিটি।
সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ মুহাম্মদ শহীদুল্লাহ। অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রাক্তন শিক্ষার্থী, যাদের মধ্যে ছিলেন, আয়শা আক্তার, সজল রোশান, বিলকিস বেগম, জাসির কবির, মোহাম্মদ ইশতিয়াক উদ্দিন, মোহাম্মদ শিকদার, নাসির খান, আখতারুজ্জামান খান, জাকির পাটোয়ারী, শামিম আল-আমিন, দিলরুবা আয়েশা, হাবিবুর রহমান, এম এ হক, এম আর চৌধুরী, এম আমির হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে দেওয়া বাণীতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ইতিহাসের অংশ। এই প্রতিষ্ঠান আমাদের শিখিয়েছে শিক্ষা, মানবিকতা, ন্যায়বিচার ও দেশপ্রেম।”
বিশেষ বক্তা হিসেবে প্রফেসর মুহসিন পাটোয়ারি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলেই আজ আমি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারছি। আমি গর্বিত এই প্রতিষ্ঠানের অংশ হতে পেরে।”
নাসির আলী খান পল বলেন, “আমার নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক চেতনার ভিত্তি তৈরি হয়েছে ঢাবিতে পড়ার সময়। এই প্রতিষ্ঠান আমাকে মানুষের জন্য কাজ করতে শিখিয়েছে।”
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের ইমেজ উন্নয়নে ভূমিকা রাখায় সাংবাদিক শামিম আল-আমিনকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
সবশেষে কেক কেটে প্রিয় প্রতিষ্ঠানের জন্মদিন উদযাপন করেন সবাই। স্মৃতিচারণ, হাস্যরস, ছবি তোলা আর বন্ধুত্বের মধুর মুহূর্তে ভরে ওঠে পুরো অনুষ্ঠান।