ডেইলি প্রেস ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণঅধিকার পরিষদের নেতারা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে সন্ধ্যায়ও একই স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তারা আরও জানান, ভিপি নুরের কর্মীদের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে ঠেলে দিচ্ছিল। তখনই নুর সামনের দিকে অবস্থান করছিলেন। গণঅধিকার পরিষদের কর্মীরা পাল্টা ধাওয়া দিলে তারা জাপা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করলে নুর গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।