1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জাহিদ আহমেদ বাবু - DAILY PRESS
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জাহিদ আহমেদ বাবু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ডেইলি প্রেস ডেস্ক: ২০২৫ সালের শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা অর্জন করেছেন মাই টিভির বিশেষ প্রতিনিধি এস এম জাহিদ আহমেদ বাবু। সাংবাদিকতায় তার বিশেষ অবদান, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেছে শেরে বাংলা স্মৃতি পরিষদ।

রোববার রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী, এবং সম্মাননা স্মারকটি প্রদান করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। এ সময় গণমাধ্যম, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে এস এম জাহিদ আহমেদ বাবুর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও একটি চেক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,

“এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি মাই টিভি পরিবারের প্রতিটি সহকর্মীর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক জাহিদ আহমেদ বাবু তার সাহসী অনুসন্ধানী প্রতিবেদন, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক সাংবাদিকতার চর্চার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কাজ তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

উল্লেখ্য, শেরে বাংলা স্মৃতি পরিষদ প্রতিবছর সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করে থাকে। এবারের আয়োজনে এস এম জাহিদ আহমেদ বাবুর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো সাংবাদিক সমাজের গৌরব বৃদ্ধি করেছে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved