1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কাজী ইফতেখার রহমান - DAILY PRESS
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কাজী ইফতেখার রহমান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন কাজী ইফতেখার রহমান

ডেইলি প্রেস ডেস্ক: গণমাধ্যমকর্মী কাজী ইফতেখার রহমান অর্জন করেছেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫। রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।

‘সেরা সাংবাদিক (আন্তর্জাতিক নিউজ)’ ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করেন কাজী ইফতেখার রহমান, যিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন এনটিভি’র সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত। তিনি আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছেন। সাংবাদিক মহলে তিনি কাজী ইফতেখার শুভ নামে পরিচিত।

কাজী ইফতেখার শুভ তার সাংবাদিকতা জীবনের সূচনা করেন ২০১২ সালে দৈনিক কালের কণ্ঠে লেখালেখির মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক ভোরের পাতা, প্রিয় ডটকম, ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেছেন সাফল্যের সঙ্গে। বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর সক্রিয় সদস্য। স্কুল জীবন থেকেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি এবং এক যুগেরও বেশি সময় ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সদস্য হিসেবে কাজ করছেন।

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী সংবাদকর্মী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ২০১৬ সালে। এর আগে তিনি পেয়েছেন গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস, শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড এবং স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড।

চতুর্থ আসরের বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ ছিল গ্ল্যামার, তারকাখ্যাতি ও আবেগে ভরপুর এক উৎসব। অনুষ্ঠানস্থল ছিল তারকাদের উপস্থিতি, উচ্ছ্বাস ও মনোমুগ্ধকর পারফরম্যান্সে মুখর। এবারের আয়োজনে জুরি বোর্ডে ছিলেন অভিনেত্রী রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, নাট্যকার ও পরিচালক জিনাত হাকিম, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং সাংবাদিক আল মাসিদ রণ।

চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালক হয়েছেন শিহাব শাহীন, সেরা অভিনেতা হয়েছেন সিয়াম আহমেদ এবং সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তমা মির্জা। ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন আজাদ আবুল কালাম, আর অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন মাসুমা রহমান নাবিলা।

ওটিটি বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন অনম বিশ্বাস, সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী, এবং সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। এছাড়াও পুরস্কার গ্রহণ করেন রুনা খান, সামিরা খান মাহি, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার ও দিলশাদ নাহার কনাসহ আরও অনেক তারকা।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved