1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
জুলাই সনদ কি? - DAILY PRESS
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

জুলাই সনদ কি?

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি। গ্রাফিক্স: ডেইলি প্রেস

ডেইলি প্রেস ডেস্ক: জুলাই সনদ বাংলাদেশের একটি প্রস্তাবিত জাতীয় সনদ, যেখানে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গৃহীত সংস্কার-সুপারিশগুলোর মধ্যে যেসব বিষয়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে উঠেছে, সেগুলোর তালিকা থাকবে।

এই সনদ হবে একটি প্রতিশ্রুতি দলগুলোর পক্ষ থেকে যেখানে তারা জাতির সামনে স্বাক্ষর করে প্রতিশ্রুতি দেবে, যে তারা ঐ সম্মিলিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে।

জুলাই সনদ জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে গঠন করা হয়েছে, এবং এটি গণতান্ত্রিক ও সংবিধানভিত্তিক সংস্কারগুলোর ভিত্তিতে একটি ঐক্যপথ প্রদর্শনের উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সনদে অন্তর্ভুক্ত হবে সংবিধান সংশোধন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া, জনপ্রশাসন সংস্কার, পুলিশ ও আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন আইন সংশোধন, তথ্য অধিকার আইন, নির্বাচন অর্থায়ন স্বচ্ছতা এবং নির্বাচন কমিশন কাঠামোয় সংস্কার প্রভৃতি বিষয়বস্তু।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকে সংবিধানিক স্বীকৃতি দেওয়া, আইন ও বিধি সংশোধন এবং পুরনো আইন পুনর্বিবেচনার প্রতিশ্রুতিও “জুলাই সনদে” থাকছে।

বর্তমানে “জুলাই সনদ” একটি খসড়া পর্যায়ে রয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান আছে।

যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে কাজ করতে পারে, কারণ এটি সমস্ত বিপরীতমতকে মিলিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গঠনের পথে একটি অঙ্গীকারমূলক দলিল হবে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved