1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
গুরুতর আহত নুরুল হক নুর, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

গুরুতর আহত নুরুল হক নুর, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নুরুল হক নুর। ছবি- সংগৃহীত

ডেইলি প্রেস ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় নুরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল বিজয়নগর থেকে কাকরাইলের দিকে যায়। জাতীয় পার্টির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় দলের কয়েকজন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে এলে কিছুটা সময়ের জন্য পরিস্থিতি শান্ত হয়। তবে রাত সোয়া ৮টার দিকে গণ অধিকার পরিষদের কর্মীরা আবারো জড়ো হলে সংঘর্ষের দ্বিতীয় দফা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নুরুল হক নুর তার কর্মীদের নিয়ে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলকারীদের ধাওয়া দেয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আত্মরক্ষায় জাপা কার্যালয়ের দিকে ছুটে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর বেধড়ক লাঠিচার্জ চালায়। বিশৃঙ্খলার মধ্যেই নুরুল হক নুর গুরুতর আহত হন।

গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, পুলিশের লাঠিচার্জে নুরের মাথা ফেটে যায়। তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে কাকরাইল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর টহল টিম এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved