ডেইলি প্রেস ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যমান ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি প্রকাশ্য হলে ভালো হয়। ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসাথে থাকেন এবং মানুষ সেটা দেখে, তাহলে তাদের মনে স্বস্তি আসবে। অনেক বেশি মানুষ খুশি হবে, কারণ দেশের মানুষ সেটাই চায়।”
মঙ্গলবার রাতে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে দেশের চারটি প্রধান রাজনৈতিক দল- বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবং ইসলামী আন্দোলন এর নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকের উদ্দেশ্য ছিল দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং করণীয় নির্ধারণ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, “আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা সব দলের নেতাদের মতামত মনোযোগ সহকারে শুনেছেন।”
আসিফ নজরুল বলেন, “চারটি দলই স্পষ্টভাবে জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাঁদের কোনো মতভেদ নেই। রাজনৈতিক ময়দানে পারস্পরিক বিরোধের মতো কিছু কথা হতেই পারে, কিন্তু তা কৌশলগত পার্থক্য মাত্র, ঐক্যের ভাঙন নয়। তাঁরা একে অপরকে প্রতিপক্ষ নয়, বরং রাজনৈতিক সহযোগী হিসেবে দেখেন।”
আইন উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক দলগুলোর নেতারা সরকারকে পরামর্শ দিয়েছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও কঠোর এবং দৃঢ় ভূমিকা নেওয়ার জন্য।
এ ছাড়া বিএনপির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, “নির্বাচন প্রক্রিয়া যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অগ্রসর হয়, সেটি নিশ্চিত করা প্রয়োজন।”
এই বৈঠকে যেমন উঠে এসেছে রাজনৈতিক ঐক্যের গুরুত্ব, তেমনি দেখা গেছে একটি বার্তা—দেশের জন্য যেকোনো সংকটময় সময়ে সংহতি ও সহমর্মিতা জরুরি। দেশের জনগণ আজ ঐক্য দেখতে চায়, নেতারা সেই বার্তা দিয়েছেন পরিপূর্ণ আস্থার সঙ্গে।