1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
শেরপুরে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে জনতার ঢল - DAILY PRESS
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেরপুরে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে জনতার ঢল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
শেরপুরে এনসিপির সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ

ডেইলি প্রেস ডেস্ক: শেরপুরে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’। ২৭ জুলাই শনিবার বিকেলে শহরের শহীদ মাহবুব চত্বর (কলেজ মোড়) থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শেরপুর জেলা শাখার স্থানীয় নেতারা। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্কয়ার (থানার মোড়) চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছর পার হলেও আমরা এখনো কোনো দৃশ্যমান বিচার দেখতে পাইনি। সরকারের নীরবতা প্রমাণ করে, তারা জনগণের অধিকার ও রক্তের মূল্য দিতে প্রস্তুত নয়।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা পুশ-ইনের বিরোধিতা করেছি। ভারত সরকারকে জানিয়ে দিয়েছি, কোনো সীমান্ত হত্যা কিংবা পুশ-ইন মেনে নেওয়া হবে না। যদি পুশ-ইন করতেই হয়, তাহলে শেখ হাসিনা ও তার সন্ত্রাসী বাহিনীকে পুশ-ইন করুন। আমরা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে চাই।” নাহিদ ইসলাম শেরপুরের জনদুর্ভোগ নিয়েও কথা বলেন। বলেন, “বন্যহাতির উপদ্রব, পর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা না থাকা, কর্মসংস্থানের অভাব—এসব সমস্যায় ভুগছে শেরপুরবাসী। এর অবসান চাই।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৫ আগস্টের মধ্যে সরকারকে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। তা না হলে জাতীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চলবে।”

সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি, জামায়াত, হেফাজত, ছাত্রদল, শিবিরসহ সব দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই লড়াই কারও একার নয়, এটা জাতীয় সংগ্রাম।”

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া। উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং আরও অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।

পদযাত্রা ও সমাবেশ ঘিরে সকাল থেকেই থানা মোড় এলাকায় নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। বিকেল পাঁচটায় শুরু হওয়া সমাবেশে জনতার ঢল নামে, পুরো এলাকা জনসমুদ্র হয়ে ওঠে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শেরপুরে আবারও নতুন করে জেগে ওঠে রাজনৈতিক উত্তেজনা।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved