1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
ভূমিকম্পে বিধ্বস্ত একটি বাড়ি

ডেইলি প্রেস ডেস্ক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে মঙ্গলবার রাতে শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরেই সুনামি সতর্কতা জারি করা হয় প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্পটি অগভীর ছিল এবং এর ফলে কামচাটকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়, বেশ কয়েকজন আহত হন। এরই মধ্যে জাপানের পূর্ব উপকূলেও সুনামির আশঙ্কায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

হাওয়াইয়ের বাসিন্দাদের উচ্চভূমিতে বা ভবনের চতুর্থ তলা বা তার ঊর্ধ্বে আশ্রয় নিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড হাওয়াইয়ের বন্দরের জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। হোনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক্স প্ল্যাটফর্মে সতর্ক বার্তা দিয়ে জানায়, “প্রতিক্রিয়া জানান! বিধ্বংসী সুনামি তরঙ্গ প্রত্যাশিত।”

গ্রিনিচ মান সময় সকাল ৬টার কিছু পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, হাওয়াই দ্বীপপুঞ্জে ১ থেকে ১.২ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। তবে হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেন, এখন পর্যন্ত তেমন কোনো বড় ঢেউ দেখা যায়নি, যদিও মাউই দ্বীপে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

কামচাটকার উত্তরাঞ্চলীয় শহর সেভেরো-কুরিলস্কে সুনামির ঢেউ বন্দরের কিছু অংশ ও একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত করে এবং বেশ কিছু নৌযান ভাসিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে রুশ জরুরি বিভাগের কর্মকর্তারা। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্প ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।” রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৫২ সালের পর এটাই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্প।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশ স্থাপনা ভূমিকম্পে টিকে গেছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৯.৩ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। শহরটিতে প্রায় ১ লাখ ৬৫ হাজার মানুষ বাস করে। ভূমিকম্পের পর ৬.৯ মাত্রার একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে। পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির এক বাসিন্দা জানিয়েছেন, ভূকম্পন কয়েক মিনিট ধরে অনুভূত হয়।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved