1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
শেষ হল এনসিপি’র মাসব্যাপী জুলাই পদযাত্রা - DAILY PRESS
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

শেষ হল এনসিপি’র মাসব্যাপী জুলাই পদযাত্রা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র লোগো

ডেইলি প্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র  মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষ হয়েছে। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ—এই মূলমন্ত্রকে ধারণ করে এনসিপি আয়োজন করেছিল মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা। সাভারের বাইপাইলে এক পথসভা ও পদযাত্রার মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি।

পুরো জুলাই মাসজুড়ে চলা এই কর্মসূচি ছিল জনগণের সঙ্গে প্রত্যক্ষ সংলাপের একটি ব্যতিক্রমী প্রয়াস। ঝড়-বৃষ্টি ও প্রচণ্ড রোদের মধ্যেও দলটির নেতাকর্মীরা নিয়মিত পথসভা ও জনসংযোগে অংশ নিয়ে গণমানুষের কথা শোনার চেষ্টা চালিয়ে যান।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এই পদযাত্রাকে জনগণের প্রতি দলের দায়বদ্ধতা ও রাজনৈতিক সংকল্পের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

পদযাত্রা শেষ করে দলীয় শীর্ষ নেতারা রাতেই যখন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান, তখন ঢাকা মহানগর শাখার নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এই পদযাত্রার প্রেক্ষাপট প্রসঙ্গে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও জনতার নেতৃত্বে সংঘটিত ‘জুলাই অভ্যুত্থান’ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা। রাজনৈতিক জবাবদিহি, মানবাধিকার প্রতিষ্ঠা ও অংশগ্রহণমূলক শাসনের দাবিতে গড়ে ওঠা সেই আন্দোলনের মূল্যবোধকে সামনে রেখেই এবারের কর্মসূচি পরিকল্পনা করা হয়।

মাসব্যাপী এ কর্মসূচির সূচনা হয়েছিল ১ জুলাই শহিদ ছাত্রনেতা আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে পথসভা, মানববন্ধন, নাগরিক সংলাপ এবং পদযাত্রার আয়োজন করে এনসিপি, যাতে অংশ নেন সাধারণ মানুষ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে জনগণের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শুধু এক মাসের কর্মসূচি হিসেবে সীমাবদ্ধ থাকবে না। বরং এটি ভবিষ্যতে একটি সংগঠিত ও নিয়মিত কর্মসূচিতে রূপ পাবে, যা নতুন বাংলাদেশ গড়ার একটি সর্বজনীন প্রয়াস হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মধ্য দিয়ে এনসিপি নিজেদেরকে জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এবং ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নির্ধারণে জনতার সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved