1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
আবহাওয়া অধিদফতর

ডেইলি প্রেস ডেস্ক: সক্রিয় হয়ে ওঠা মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত থেকেই বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে ঢাকায় একটানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু অনেকটাই সক্রিয়। এর ফলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি বলতে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত বোঝানো হয়।

নাজমুল হক আরও জানান, আগামী শনিবার বা রোববার থেকে ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে এসব অঞ্চলের মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved