ডেইলি প্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঘোষিত মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সফল সমাপ্তির পর ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক জমকালো সমাবেশে এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২ আগস্ট) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। দিনটিকে “ঐতিহাসিক” আখ্যা দিয়ে বলা হয়েছে, এক দফা দাবির প্রেক্ষাপটে এই ইশতেহারেই থাকবে আগামীর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।
দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া এক মন্তব্যে জানান, জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে এনসিপির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী, ছাত্র, তরুণ ও পেশাজীবীদের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা এবং তাঁদের কণ্ঠস্বরের ভিত্তিতেই গঠিত হয়েছে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’।
তিনি বলেন, “২০২৪ সালের ৩ আগস্ট যেখানে এক দফার ডাক এসেছিল, সেখানেই এবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম নিয়ে আসছেন এনসিপির রাজনৈতিক দিকনির্দেশনা ও আগামীর রূপরেখা।”
এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই সমাবেশে শুধু ইশতেহারই নয়, ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ বাস্তবায়নের দাবিতে পরবর্তী আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হবে। দেশের ৬৪টি জেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কের সঙ্গে মিলে এই কর্মসূচিকে সফল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দলটির নেতারা মনে করছেন, এই ইশতেহার শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং দেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন। রোববারের সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোড় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি।