ডেইলি প্রেস ডেস্ক: বর্ষার শেষপ্রান্তে এসে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৪ আগস্ট) সকালে ঢাকায় ঘুম ভাঙে এক ভারি বর্ষণের মধ্য দিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ‘ভারি বৃষ্টিপাত’ হিসেবে ধরা হয়। রাজধানীর বেশ কিছু এলাকায় এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, “আগামী তিন-চার দিন দেশের প্রায় সব জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। কিছু এলাকায় ভারি না হলেও প্রতিদিন একবার বা দুবার বৃষ্টিপাত হতে পারে।”
আবহাওয়ার নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে ‘অতি ভারি’ বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।
আজকের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও, আর্দ্রতার কারণে গরম অনুভূতি থেকেই যাবে। আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বজ্রপাতের সময়।