1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
বাংলাদেশে নয়, পিটার হাস এখন ওয়াশিংটন, মার্কিন দূতাবাসের প্রতিক্রিয়া - DAILY PRESS
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশে নয়, পিটার হাস এখন ওয়াশিংটন, মার্কিন দূতাবাসের প্রতিক্রিয়া

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
পিটার ডি হাস- ফাইল ছবি

ডেইলি প্রেস ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি দিবসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজার সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়। বিশেষ করে কক্সবাজারের একটি হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে বলে বিভিন্ন টেলিভিশন প্রতিবেদনে দাবি করা হলে আলোচনা আরও ঘনীভূত হয়।

তবে বিষয়টিকে এনসিপি নেতারা স্পষ্টভাবে গুজব বলে দাবি করেছেন। দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন,“এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এমন কোনো বৈঠক হয়নি। আমরা কক্সবাজারে এসেছি শুধুমাত্র ঘুরতে।”

এ বিষয়ে কক্সবাজারের হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানান,“হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনো বিদেশি অতিথিও নেই। ফলে বৈঠকের প্রশ্নই ওঠে না।”

অন্যদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই বৈঠকের বিষয়ে কিছুই না জানার কথা জানিয়ছে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved