1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

ডেইলি প্রেস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছ থেকে দ্রুত চিঠি পাওয়ার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো চিঠি না এলেও নির্বাচন কমিশন আগেই প্রস্তুতি শুরু করেছে বলে জানান তিনি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনকে সামনে রেখে ইসি নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে, যদিও এই সময় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি স্বীকার করেন।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, ভোট গ্রহণের অন্তত দুই মাস আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ সময় তিনি নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সিইসি জানান, নির্বাচনকে সামনে রেখে ইসি যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো করছে, তার মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ এবং প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা। এসব কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, মানুষের আস্থা অর্জন, ভোটার উপস্থিতি নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ ও গ্রহণযোগ্য।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে সিইসি জানান, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং এখনও কয়েক মাস সময় রয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হয়ে যাবে বলে তিনি আশা করছেন। সবশেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে জনগণের বিপুল অংশগ্রহণ থাকবে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved