ডেইলি প্রেস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, ২৪ ধাপ এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান ১০৪তম। এর আগে ১২ জুন প্রকাশিত র্যাংকিংয়ে তারা ছিল ১২৮ নম্বরে।
এই হালনাগাদ র্যাংকিংয়ে সবচেয়ে বেশি অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। অন্য কোনো দেশ এত বড় লাফ দিতে পারেনি। এটি দেশের নারী ফুটবলের জন্য এক বড় অর্জন এবং আন্তর্জাতিক মঞ্চে সম্ভাবনার নতুন বার্তা।
তবে র্যাংকিংয়ে সেরা ১০০-তে প্রবেশের যে প্রত্যাশা ছিল, সেটি এবারও পূরণ হয়নি। পাশাপাশি আশা ছিল, বাংলাদেশ ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে খেলা কোনো একটি দলকে র্যাংকিংয়ে পেছনে ফেলতে পারবে। কিন্তু সেটিও হয়নি। বরং হালনাগাদ র্যাংকিংয়েও এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২ দলের মধ্যে বাংলাদেশের অবস্থানই সবচেয়ে নিচে।
বিশ্ব নারী ফুটবলের সামগ্রিক চিত্রেও কিছু পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে এবার শীর্ষে উঠে এসেছে স্পেন, যারা ইউরোতে রানার্সআপ হয়েছিল। আগের শীর্ষ দল যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। তিন ধাপ এগিয়ে তৃতীয় হয়েছে সুইডেন, ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। জার্মানি দুই ধাপ নেমে অবস্থান করছে পঞ্চম স্থানে। নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল তিন ধাপ পিছিয়ে গেছে এবং এখন তারা রয়েছে সপ্তম স্থানে।
বাংলাদেশের এই অগ্রগতি দেশের নারী ফুটবলের প্রতি আত্মবিশ্বাস ও বিনিয়োগকে আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। এই সাফল্য ধরে রেখে সামনে আরও বড় অর্জনের দিকে এগিয়ে যেতে চায় লাল-সবুজের মেয়েরা।