1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাত - DAILY PRESS
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ডেইলি প্রেস ডেস্ক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার বিকেলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এছাড়া এনসিপির জুলাই ঘোষণাপত্র এবং পদযাত্রা কর্মসূচি নিয়েও মতবিনিময় হয়, যা দলটির দাবি অনুযায়ী দেশের প্রায় সবকটি জেলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved