1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
জাতীয় গণমাধ্যম ও চলচ্চিত্র ইনস্টিটিউট আধুনিকায়নের তাগিদ তথ্য উপদেষ্টার - DAILY PRESS
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

জাতীয় গণমাধ্যম ও চলচ্চিত্র ইনস্টিটিউট আধুনিকায়নের তাগিদ তথ্য উপদেষ্টার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

ডেইলি প্রেস ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বুধবার বিকেলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিদর্শন করেন। এ সময় তিনি দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উপদেষ্টা বলেন, মানবসম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানের কাজ করার বিস্তর সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে হবে। তিনি প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করার পাশাপাশি প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্ব দেন। এছাড়া বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা পাঠ্যক্রমকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তিনি ইনস্টিটিউটের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন ও মতবিনিময়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved