1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরো ১৩ প্রার্থী - DAILY PRESS
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরো ১৩ প্রার্থী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন- ছবি ডেইলি প্রেস

ডেইলি প্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দ্বিতীয় দিনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, দ্বিতীয় দিনে সংগ্রহ করা মনোনয়ন ফরমের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৩ জন এবং অন্যান্য পদে ১০ জন প্রার্থী রয়েছেন। এর ফলে দুই দিনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।

অধ্যাপক জসীম উদ্দিন আরও বলেন, গতকাল প্রথম দিনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছিলেন, যার মধ্যে ভিপি পদে ছিলেন দুইজন। এখন পর্যন্ত মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর আপত্তি গঠনতন্ত্র অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে, যেখানে কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। এছাড়া এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved