ডেইলি প্রেস ডেস্ক: মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ৯ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ড. ইউনূস কুয়ালালামপুর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
প্রধান উপদেষ্টা সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। তিন দিনের এই সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা এবং প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন জোরদারে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় দেশের নেতারা।