ডেইলি প্রেস ডেস্ক: হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে অবস্থান করছেন। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত দেড়টা) তাদের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়।
প্রথমে পুতিনকে বহনকারী বিশেষ ফ্লাইট অ্যাঙ্কোরেজে অবতরণ করে। কিছুক্ষণ পর ট্রাম্পও নিজস্ব বিশেষ ফ্লাইটে পৌঁছান। বিমান থেকে নেমে লাল গালিচায় এসে দুই নেতা করমর্দন করেন, সৌজন্য বিনিময় করেন এবং হাসিমুখে সংবাদমাধ্যমের সামনে ছবি তোলেন।
এই বৈঠকে ইউক্রেইন যুদ্ধ থামানোর সম্ভাবনা নিয়ে যেমন আশা আছে, তেমনি অনিশ্চয়তাও বিরাজ করছে। পুতিন আগের মতোই ইউক্রেইন ইস্যুতে ছাড় দিতে অনাগ্রহী, আর ট্রাম্প নিজেকে তুলে ধরছেন শান্তির দূত হিসেবে।
২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করে। সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও লড়াই থেমে থেমে চলছে। বৈঠকের আগে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন, যাতে পশ্চিমা সমর্থন আরও দৃঢ় করা যায়।