ডেইলি প্রেস ডেস্ক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’কে দ্বিচারিতা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা’র সঙ্গে ফোনালাপে একথা বলেন।
ইরানি প্রেসিডেন্ট বলেন, তেহরানের কাছ থেকে সহায়তা পেতে হলে অবশ্যই আইএইএ’কে সঠিক পথে থাকতে হবে। একইসঙ্গে প্রতিপক্ষ দেশগুলোর বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন পেজেশকিয়ান। হুমকি দিয়ে বলেছেন, তেহরানে আবারো হামলা চালানো হলে তার জবাব হবে অতীতের থেকে অনেক বেশি ভয়াবহ।
যুক্তরাষ্ট্র এবং ইসরাইল, ইরানে হামলা চালানোর পর থেকেই আইএইএ’র সঙ্গে তেহরানের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। সংস্থাটিকে আর সহায়তা করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় তেহরান।