1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
বিচার না পেলে গোপালগঞ্জে লং মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের - DAILY PRESS
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

বিচার না পেলে গোপালগঞ্জে লং মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
Nahid islam faridpur ncp
ফরিদপুরে পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম

গোপালগঞ্জে সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিচার আদায় না হলে গোপালগঞ্জ অভিমুখে আবারও লং মার্চ করবো, এবার আর ফিরে আসবো না—গোপালগঞ্জকে মুজিববাদমুক্ত করেই ফিরবো।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “অনেকে কালই গোপালগঞ্জ যেতে চেয়েছিলেন। তবে আমরা সংগঠিতভাবে সেখানে যাচ্ছি। সরকারকে এখনো সময় দিচ্ছি—সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। তা না হলে ফের লং মার্চ হবে।”

তিনি সরাসরি বলেন, “গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো। এটা এখন আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তবে সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই—সাধারণ মানুষকে যেন কোনোভাবে হেনস্তা করা না হয়।”

এনসিপি আহ্বায়ক জানান, “এই আন্দোলনের লক্ষ্য শুধু একটি জেলার পরিবর্তন নয়, বরং গোটা দেশের মানুষের মুক্তি। আমরা ৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে ঘরে ফিরবো না।”

তিনি বলেন, “আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘মুক্তির সনদ’ প্রকাশের জন্য। তা যা-ই হোক, আমাদের পদযাত্রা থামবে না।”

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়, এটি মানুষের মুক্তির লড়াই। আমরা বিজয়ী হয়েই ঘরে ফিরবো।”

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved