1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
চট্টগ্রামে মুষলধারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

চট্টগ্রামে মুষলধারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ডেইলি প্রেস ডেস্ক: চট্টগ্রাম নগরে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে, যা জনজীবনে ভোগান্তি সৃষ্টি করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।

ভোর পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয় এবং সকাল ৯টার পর থেকে তীব্রতা বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল। টানা বৃষ্টির কারণে নগরের রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে। যাত্রীদের জন্য রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষা দীর্ঘ হয়েছে। ফলে অফিসগামী মানুষ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া অভিভাবকরা দীর্ঘসময় ধরে যানবাহনের অপেক্ষায় ছিলেন। অনেকেই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে পাহাড় ও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

টানা বর্ষণের কারণে আগ্রাবাদ, কাতালগঞ্জ, জাকির হোসেন সড়ক এবং ইস্পাহানি সি–গেটসহ বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। এ সব জায়গায় মানুষকে হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

এর আগে গত সোমবারও ভারী বৃষ্টিতে চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। সেদিন পানি সরে যেতে লেগেছিল দুই থেকে চার ঘণ্টা। এতে সৃষ্টি হয়েছিল তীব্র যানজট ও দুর্ভোগ। আজকের বৃষ্টিপাতও নগরবাসীর মনে সেই দুর্ভোগের স্মৃতি ফিরিয়ে এনেছে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved