ডেইলি প্রেস ডেস্ক: আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ব্যাংক থেকেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সরকার ঘোষিত ছুটির দিন হিসেবে ওইদিন দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লেনদেন ও দাফতরিক কার্যক্রম পরিচালনায় আগাম প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ছুটির দিনে গ্রাহকদের যেন কোনও ধরনের অসুবিধা না হয়, সে জন্য লেনদেন পরিকল্পনা ও পূর্ব-ব্যবস্থা গ্রহণে সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।