1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
১০ লাখ টাকার বেশি আমানত বা ঋণে বাধ্যতামূলক আয়কর রিটার্ন - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

১০ লাখ টাকার বেশি আমানত বা ঋণে বাধ্যতামূলক আয়কর রিটার্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
সম্পাদিত ছবি

ডেইলি প্রেস ডেস্ক: সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে কিংবা বহাল রাখতে হলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম প্রযোজ্য ১০ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও।

সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে। এতে আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমে আয়কর রিটার্ন জমা দেওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে।

গেজেট অনুযায়ী, দ্বৈত কর পরিহার চুক্তি (Double Taxation Avoidance Agreement) থাকলে, সেই চুক্তির বিধান অগ্রাধিকার পাবে।

যেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক:

  • ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে বা বজায় রাখতে
  • ২০ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ গ্রহণে
  • ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে
  • কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে চাইলে
  • আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ (IRC/ERC) গ্রহণ বা নবায়নে
  • ট্রেড লাইসেন্স (সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায়) নবায়নে
  • সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের লাইসেন্স নবায়নে
  • জমি, বিল্ডিং বা ফ্ল্যাট বিক্রি, হস্তান্তর, বায়নানামা বা আমমোক্তারনামা রেজিস্ট্রেশনে (সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট এলাকায়)
  • স্বীকৃত পেশাজীবীদের (চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি) সদস্যপদ নবায়নে
  • নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধক ও স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স পেতে বা নবায়নে
  • ট্রেডবডি বা বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়নে
  • ভেন্ডর, দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে
  • ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং, বায়িং হাউজ নিবন্ধন ও নবায়নে
  • গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ গ্রহণ বা বহাল রাখতে
  • সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ পেতে
  • সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ গ্রহণে
  • নৌযান (লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো ইত্যাদি) সার্ভে সনদ গ্রহণ বা নবায়নে
  • ইটভাটার অনুমতি (পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসক কর্তৃক) গ্রহণ বা নবায়নে
  • ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তি করাতে (সিটি করপোরেশন, জেলা সদর বা পৌর এলাকায়)
  • কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ বা নবায়নে
  • অস্ত্রের লাইসেন্স গ্রহণ বা নবায়নে
  • আমদানির জন্য ঋণপত্র (LC) খুলতে
  • জাতীয় সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন বা উপজেলা নির্বাচনে অংশ নিতে
  • প্রশাসনিক, ব্যবস্থাপনাগত বা উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধায়ক পদের বেতন-ভাতা গ্রহণে

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved