1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
চলে গেলেন হেভি মেটালের ‘গডফাদার’ ওজি অসবর্ন - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

চলে গেলেন হেভি মেটালের ‘গডফাদার’ ওজি অসবর্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
ওজি অসবর্ন

ডেইলি প্রেস ডেস্ক: হেভি মেটাল সংগীতের কিংবদন্তি ওজি অসবর্ন আর নেই। ‘গডফাদার অব হেভি মেটাল’ খ্যাত এই গায়ক ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, “ওজি পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসার পরিবেশে শান্তিপূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সবাইকে এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাই।”

১৯৪৮ সালে ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেন জন মাইকেল অসবর্ন। শ্রমজীবী পরিবারে ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন তিনি। কিশোর বয়সেই স্বাস্থ্যগত কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এমনকি একসময় চুরির অভিযোগে তাকে কারাবরণও করতে হয়েছিল।

সত্তরের দশকে হেভি মেটাল ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর প্রধান ভোকাল হিসেবে তার সংগীতযাত্রা শুরু। প্যারানয়েড, ওয়ার পিগস, সাবাথ ব্লাডি সাবাথ—এই গানগুলোর মাধ্যমে তিনি এবং তার ব্যান্ড বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে। হেভি মেটাল ঘরানার সংগীতে তার প্রভাব আজও অনস্বীকার্য।

১৯৮২ সালে এক কনসার্টে স্টেজে একটি বাদুড়ের মাথায় কামড়ে ধরায় ব্যাপক বিতর্কের জন্ম দেন তিনি। পরে তিনি ব্যাখ্যা দেন, সেটিকে তিনি আসল নয়, খেলনা বাদুড় মনে করেছিলেন।

জীবনের নানা উত্থান-পতনের পর পরবর্তী সময়ে নিজের জীবনধারায় পরিবর্তন আনেন ওজি। সংগীতের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি হয়ে ওঠেন এক পরিবর্তিত মানুষ।

মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে বার্মিংহামে এক বিদায়ী কনসার্টে অংশ নেন এই কিংবদন্তি শিল্পী। সেই কনসার্টে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, “এটাই শেষ গান। তোমাদের ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলেছে। অন্তর থেকে ধন্যবাদ।”

ওজি অসবর্নের মৃত্যুতে বিশ্বসংগীত হারাল এক সাহসী, বর্ণময় এবং অনন্য প্রতিভাকে, যিনি হেভি মেটালকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বমঞ্চে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved