1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
নিজ বাড়িতেই নির্যাতনের শিকার তনুশ্রী! কান্নার ভিডিও ভাইরাল - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

নিজ বাড়িতেই নির্যাতনের শিকার তনুশ্রী! কান্নার ভিডিও ভাইরাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত- ফাইল ছবি

ডেইলি প্রেস ডেস্ক: বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ভারতে মি টু আন্দোলনের প্রথম কণ্ঠস্বরদের একজন হিসেবে পরিচিত। সম্প্রতি একটি আবেগঘন ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও সংবাদের শিরোনামে। ভাইরাল ভিডিওতে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যেখানে তিনি অভিযোগ করছেন, নিজের বাড়িতেই তিনি নির্যাতনের শিকার হচ্ছেন।

ভিডিওতে তনুশ্রী বলেন, “আমি আমার নিজের বাড়িতে হয়রানির শিকার হচ্ছি। আমি পুলিশকে ফোন করেছিলাম। তারা বলেছে থানায় গিয়ে অভিযোগ করতে। হয়তো কাল বা পরশু যাবো। আমি শারীরিকভাবে ভালো নেই। গত পাঁচ বছর ধরে এত বেশি হয়রানির শিকার হয়েছি যে আমার শরীর ভেঙে পড়েছে।”

যদিও এই ভিডিওর পর অনেকে একে “নাটক” বা “ভিউ পাওয়ার স্টান্ট” বলে কটাক্ষ করেছেন। তবে একটি সাক্ষাৎকারে তনুশ্রী স্পষ্ট করে জানান, এটি কোনো অভিনয় বা প্রচারণা নয়, বরং বাস্তব ও যন্ত্রণাময় একটি মুহূর্তের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, “ওটা ছিল একটা আবেগপ্রবণ প্রতিক্রিয়া। আমি খুব বিপর্যস্ত ছিলাম। গত পাঁচ বছরে আমি অনেক কিছু সহ্য করেছি। অনেক অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটেছে আমার জীবনে।”

তনুশ্রী জানান, ২০১৮ সালে মি টু’র সময় তিনি তার হয়রানির অভিজ্ঞতা প্রকাশ করার পর থেকেই তার জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে।

“২০১৮ সালের পর থেকে ভয়ংকর কিছু ঘটতে শুরু করে। একবার গাড়ির ব্রেক ফেল করেছিল। কখনও মনে হয়েছে, খাবারে কিছু মিশিয়ে আমাকে অসুস্থ করার চেষ্টা করা হয়েছে। আমার বাড়ির বাইরে অদ্ভুত লোকজন ঘোরাঘুরি করত। প্রথমে কিছু বুঝতে পারিনি, পরে আস্তে আস্তে বুঝলাম যে সবই বাস্তব।”

বলিউড থেকে কেউ পাশে দাঁড়িয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি আক্ষেপ করে বলেন, “আমার কোনো বন্ধু নেই। যেসব পরিচিত ছিল, তারাও সব উধাও হয়ে গেছে এসব ঘটনার পর।”

অনেকেই সামাজিক মাধ্যমে তার ভিডিওকে “নাটক” বলে সমালোচনা করেছেন। জবাবে তনুশ্রী বলেন, “২০০৮ সাল থেকেই লোকেরা বলছে আমি অভিনয় করছি, ২০১৮-তেও বলেছে। কিন্তু এই লোকগুলো কারা? তারা জানে আমি কী সহ্য করছি?”

তিনি আরও যোগ করেন, “ভাইরাল হওয়ার জন্য কান্নাকাটি করতে হয় না। ভাইরাল হওয়ার অনেক উপায় আছে। আমি আগে থেকেই পরিচিত। আমি তনুশ্রী দত্ত। আমি ছিলাম মিস ইন্ডিয়া ইউনিভার্স।”

২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব জয়ের পর তনুশ্রী অভিনয় শুরু করেন ‘আশিক বানায়া আপনে’, ‘ভাগম ভাগ’, ‘ঢোল’-এর মতো বলিউড সিনেমায়। কিন্তু ২০১৮ সালে, তিনি যখন প্রকাশ্যে তার হয়রানির অভিজ্ঞতা জানান, তখনই ভারতে মি টু আন্দোলনের সূত্রপাত ঘটে। তার সেই সাহসিকতার জন্য বহু নারী বলিউডে মুখ খুলতে সাহস পান।

কিন্তু আজ, এত বছর পরও তনুশ্রী বলছেন, “আমি এখনো সেই সাহসের মূল্য দিচ্ছি।”

এই ঘটনায় অনেকেই সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন, আবার কেউ কেউ কটাক্ষ করেছেন। তবে তনুশ্রী দত্ত স্পষ্ট জানিয়েছেন—তিনি ভয় পান না। আজও তিনি নিজের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থানে আছেন।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved