ডেইলি প্রেস ডেস্ক: ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা তার গুঞ্জন প্রেমিক বিজয় দেবরাকোন্ডার আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘কিংডম’-এর ট্রেলার দেখে মুগ্ধ। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, বিজয়ের অভিনয় দক্ষতার অর্ধেকও যদি তিনি অর্জন করতে পারেন, তাতেই তিনি খুশি হবেন।
‘অ্যানিমেল’ খ্যাত রাশমিকা বলেন, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩১ জুলাই, কারণ সেদিন ‘কিংডম’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকা লেখেন,“ওহহহো!! কী দারুণ ট্রেলার এটা! একদম পাগলামি! আহ্! এখন আবার চার দিন অপেক্ষা করতে হবে এইরকম দুর্দান্ত ট্রেলার দেখার পর… একদমই ঠিক না! আমি সবসময়ই তোমাকে বলি—তুমি একেবারে অন্য রকম! একদিন চাই আমি এমনভাবে আমার অভিনয় শিখি, যেন অন্তত তোমার অভিনয়ের ৫০% করতে পারি! তুমি সত্যিই অনন্য!”
পরিচালক গৌতম তিন্নানুরি এবং সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিশচন্দ্রকে প্রশংসায় ভাসিয়ে রাশমিকা বলেন, “তোমরা দুইজন জিনিয়াস! একদম জিনিয়াস! আর পারছি না অপেক্ষা করতে, কী তৈরি করেছো সেটা দেখার জন্য!”
নতুন অভিনেত্রী ভাগ্যশ্রী বরসেকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “তোমাকে অনেক শুভকামনা, কিউটি… ৩১ তারিখ তোমাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি।”
পরে রাশমিকা এক্স এ ‘কিংডম’ ট্রেলার শেয়ার করে লেখেন, “আমি এখন আর ৩১ তারিখের অপেক্ষা সইতে পারছি না! আগুন দেখাচ্ছে তোমরা তিনজন জিনিয়াস মিলে কী বানিয়েছো সেটা দেখার জন্য আমি খুব কৌতূহলী! অপেক্ষা করতেই পারছি না!!!!!! চল যাই!!!!”
পরিচালক গৌতম তিন্নানুরি (জার্সি খ্যাত) পরিচালিত ‘কিংডম’ ছবিতে বিজয় দেবরাকোন্ডা অভিনয় করছেন গোপন মিশনে নিয়োজিত এক অপারেটিভ সূর্যের ভূমিকায়, যিনি শত্রুপক্ষের এলাকায় অনুপ্রবেশ করছেন ঝুঁকিপূর্ণ এক দায়িত্বে।
ছবিতে রয়েছে তীব্র অ্যাকশন দৃশ্যের পাশাপাশি আবেগঘন উপাদানও। এটি একটি ডুয়োলজি বা দুই কিস্তির ধারাবাহিকের প্রথম অংশ। এতে বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সত্যদেব ও ভাগ্যশ্রী বরসে। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিশচন্দ্র। ‘কিংডম’ ৩১ জুলাই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।