ডেইলি প্রেস ডেস্ক: দুশমন সিনেমায় অভিনয় নিয়ে নিজের দ্বিধা ও সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কাজল। ফিল্মফেয়ারের ‘ইন দ্য রিং উইথ জিতেশ পিল্লাই’-তে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমার বিষয়বস্তু ছিল এতটাই সংবেদনশীল ও মানসিকভাবে পীড়াদায়ক যে শুরুতে কাজটি করতে রাজি হননি।
“এই ধরনের দৃশ্য যখন সেটে ফুটিয়ে তোলা হয়, তখন সেটি খুবই বেদনাদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে,” বলেন কাজল। “এটি সহজ কোনো অভিজ্ঞতা নয়। এটাই ছিল প্রথমে দুশমন না করার মূল কারণ।”
তিনি জানান, পর্দায় কিছু কিছু বিষয় ফুটিয়ে তুলতে তার আপত্তি আছে এবং এটি তার একটি নীতিগত সিদ্ধান্ত। কাজল বলেন, “আমি নীতিগতভাবে কিছু বিষয় পর্দায় করি না। আমি সেটা অভিনয় করতেও চাই না এবং করিনি। আমি এ বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমি মনে করি না যে আমার অভিনয় দক্ষতা প্রমাণের জন্য এই বিষয়গুলোতেই নামতে হবে। আরও অনেক উপায়েই নিজেকে প্রমাণ করা সম্ভব।”
তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নেন, যখন প্রযোজক পূজা ভাট তাকে আশ্বস্ত করেন যে কোনো অস্বস্তিকর দৃশ্যে তাকে অভিনয় করতে বাধ্য করা হবে না। “পূজা খুব স্পষ্টভাবে বলেছিলেন, ‘আমি বিষয়টা পুরোপুরি বিবেচনায় নেব, এবং আমরা সেটি ঘিরে কাজ করব।’ এরপরই দুশমন সিনেমার কাজ শুরু হয়,” জানান কাজল।
বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে কাজল বিভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তার সাম্প্রতিক সিনেমা মা ও সরজমিন–এ তার অভিনয় দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে। দুশমন যেমন তার জন্য এক মানসিক চ্যালেঞ্জ ছিল, তেমনি নতুন সিনেমাগুলোতে তিনি নিজেকে বারবার প্রমাণ করছেন—কেন তিনি এখনো বলিউডের অন্যতম শক্তিশালী ও গুণী অভিনেত্রী।
নিজের অভিনয় জীবনে ব্যক্তিগত নীতির প্রতি কাজলের এই নিষ্ঠা প্রমাণ করে, অভিনয়ের সফলতা মানেই সবকিছু করতে হবে না—মানসিক স্বাচ্ছন্দ্য বজায় রেখেও একজন শিল্পী নিজেকে প্রমাণ করতে পারেন।