ডেইলি প্রেস ডেস্ক: বিশ্ব ফুটবলে জাতীয় দলের সাফল্য নিয়ে আলোচনা হলে সাধারণত চোখ চলে যায় বিশ্বকাপজয়ী দেশগুলোর দিকে। তবে জাতীয় দলের প্রকৃত সফলতা বিচার করতে হলে কেবল বিশ্বকাপ নয়, বড় প্রতিযোগিতাগুলো—যেমন মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, কনফেডারেশনস কাপ, নেশনস লিগ কিংবা ফিনালিসিমার মতো টুর্নামেন্টগুলো মিলিয়ে ট্রফির সংখ্যা হিসাব করতে হয়। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে শীর্ষে উঠে আসে একটি পরিচিত নাম—আর্জেন্টিনা।
ফিফার সদস্য সংখ্যা বর্তমানে ২১১টি। প্রতিটি সদস্য রাষ্ট্রেরই নিজস্ব জাতীয় ফুটবল দল রয়েছে। তবে সদস্য নয়, এমন কিছু দেশেরও জাতীয় দল রয়েছে। সব মিলিয়ে পৃথিবীতে জাতীয় দলের সংখ্যা অনেক। এই বিশাল প্রতিযোগিতামূলক পরিসরে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, যারা এখন পর্যন্ত ২২টি বড় ট্রফি জিতে নিয়েছে। এই ট্রফিগুলোর মধ্যে রয়েছে তিনটি বিশ্বকাপ, ১৬টি কোপা আমেরিকা, একটি কনফেডারেশনস কাপ এবং দুটি ফিনালিসিমা।
আর্জেন্টিনার পরে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে, যারা ১৯টি বড় শিরোপা জিতেছে। তাদের শিরোপাগুলোর মধ্যে রয়েছে দুটি বিশ্বকাপ, ১৫টি কোপা আমেরিকা এবং দুটি অলিম্পিক গোল্ড মেডেল। তবে ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক ফুটবল ফিফা স্বীকৃত বড় প্রতিযোগিতা হিসেবে বিবেচিত, কারণ বিশ্বকাপের আগে সেটাই ছিল সর্বোচ্চ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
তৃতীয় স্থানে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। তারা এখন পর্যন্ত ১৮টি বড় শিরোপা জিতেছে। এর মধ্যে রয়েছে পাঁচটি বিশ্বকাপ, চারটি কনফেডারেশনস কাপ এবং নয়টি কোপা আমেরিকা। ব্রাজিল অলিম্পিকে সোনা জিতলেও তা অনূর্ধ্ব-২৩ দল হওয়ায় বড়দের ট্রফি হিসেবে বিবেচনায় আনা হয়নি।
এই তালিকায় ইউরোপের দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ফ্রান্স ও জার্মানি। ফ্রান্স জাতীয় দল ৯টি বড় শিরোপা জিতেছে—এর মধ্যে দুটি বিশ্বকাপ, দুটি ইউরো, দুটি কনফেডারেশনস কাপ, একটি নেশনস লিগ, একটি অলিম্পিক গোল্ড এবং একটি ফিনালিসিমা রয়েছে। অন্যদিকে, জার্মানি জিতেছে ৮টি বড় শিরোপা—চারটি বিশ্বকাপ, তিনটি ইউরো এবং একটি কনফেডারেশনস কাপ।
ইতালির শিরোপা সংখ্যা ৭টি। তারা চারবার বিশ্বকাপ, দুবার ইউরো এবং একবার অলিম্পিকে সোনা জিতেছে। একই সংখ্যক ট্রফি রয়েছে আফ্রিকার সেরা দল মিসরের ঝুলিতেও। মিসর এখন পর্যন্ত সাতবার আফ্রিকান নেশনস কাপ জিতেছে এবং আরব গেমসের অধীনে একটি আরব কাপও জিতেছিল, যদিও সেই শিরোপা অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়।
এই তালিকায় সবচেয়ে বড় চমক হচ্ছে উত্তর আমেরিকার দুটি দেশ—মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। মেক্সিকো জিতেছে ১৪টি বড় ট্রফি, যার মধ্যে রয়েছে ১৩টি কনক্যাকাফ গোল্ড কাপ ও একটি কনফেডারেশনস কাপ। যুক্তরাষ্ট্র জিতেছে মোট ১০টি ট্রফি—সাতটি কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ ও তিনটি নেশনস লিগ।
সব মিলিয়ে বর্তমান বিশ্ব ফুটবলে সবচেয়ে সফল জাতীয় দল আর্জেন্টিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দলটি তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে। তার আগে ২০২১ কোপা আমেরিকা জিতে দক্ষিণ আমেরিকায় শ্রেষ্ঠত্বের মুকুট পরে তারা। এরপর ফিনালিসিমাতে ইউরোজয়ী ইতালিকে হারিয়ে প্রমাণ করে, তাদের আধিপত্য এখন কেবল লাতিন আমেরিকায় সীমাবদ্ধ নেই, বিশ্ব ফুটবলেও আর্জেন্টিনা এখন ট্রফির রাজা।