1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ - DAILY PRESS
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
সম্পাদিত ছবি।

ডেইলি প্রেস ডেস্ক: স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)। এই প্রথমবারের মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ—এই সাত সরকারি কলেজের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে।

আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। আবেদন গ্রহণের পর ২২ ও ২৩ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামোর প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান একাডেমিক কাঠামো অনুসারেই শিক্ষার্থী ভর্তি করা হবে। উল্লেখ্য, এতদিন এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হতো। তবে, দীর্ঘদিনের আন্দোলনের পর চলতি বছরের মার্চে সরকার আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় এবং তারই প্রেক্ষিতে গঠিত হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন নেওয়া শুরু হলেও অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেই প্রক্রিয়া স্থগিত করা হয়। নতুন ঘোষণায় জানানো হয়েছে, যারা আগেই আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই; আগের আবেদন এই ভর্তি প্রক্রিয়ার আওতায় ধরা হবে। তবে কেউ আবেদন প্রত্যাহার করলে আবেদন ফি ফেরত দেওয়া হবে।

আবেদন করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ফি জমা দেওয়া যাবে সোনালী, অগ্রণী, রূপালী এবং জনতা ব্যাংকের যেকোনো শাখা বা অনলাইন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময়সূচি:

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ২২ আগস্ট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৩ আগস্ট, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত।

ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে ২৩ আগস্ট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ আগস্ট থেকে এবং আসনবিন্যাস প্রকাশ হবে ২০ আগস্ট। ভর্তি পরীক্ষা হবে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করতে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট https://collegeadmission.eis.du.ac.bd নিয়মিত ভিজিট করতে বলা হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলনের সফল পরিণতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কলেজগুলোর অনেক শিক্ষক ও শিক্ষার্থী। শিক্ষার্থীরা আশা করছেন, নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনার মান ও প্রশাসনিক সেবা আরও উন্নত হবে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved