1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার প্রায় ৪০ হাজার - DAILY PRESS
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার প্রায় ৪০ হাজার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন- ছবি ডেইলি প্রেস

ডেইলি প্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার (৩০ জুলাই) এ তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ১৯ হাজার ২৮ জন। অর্থাৎ, মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ ছাত্র এবং ৪৭ শতাংশের বেশি ছাত্রী।

নারী ভোটারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে রোকেয়া হল, যেখানে এককভাবে সর্বোচ্চ ৫ হাজার ৬৭৬ জন ছাত্রী ভোটার রয়েছেন। অন্য হলগুলোর মধ্যে শামসুননাহার হলে ৪ হাজার ৯৮ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ভোটার রয়েছেন ২ হাজার ১০৮ জন।

ছাত্র ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে জগন্নাথ হলে—২ হাজার ২৫৪ জন। এ ছাড়া শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন এবং মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন ছাত্র ভোটার রয়েছেন।

বাকি হলগুলোর মধ্যে অমর একুশে হলে ১ হাজার ৩১৯ জন, কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ২৯৮ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন ভোটার রয়েছে।

খসড়া ভোটার তালিকা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সকল হলের নোটিশ বোর্ডে টানানো হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও পাঠানো হয়েছে। এই তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ জানানো যাবে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের জন্য দিন ধার্য করা হয়েছে ৯ সেপ্টেম্বর। এবার প্রথমবারের মতো হল প্রাঙ্গণের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2025 Daily Press | KFAST Media | All Rights Reserved