ডেইলি প্রেস ডেস্ক: বাংলাদেশে অবস্থানরত আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় শিক্ষার্থীদের সময়মতো স্টুডেন্ট ভিসার আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যারা যোগ্যতাসম্পন্ন এবং ইতোমধ্যে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন, তাদের যেন যথাসময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়—এটি অত্যন্ত জরুরি। কারণ, যথাসময়ে আবেদন না করলে ভিসা প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে, যা শিক্ষার্থীর শিক্ষাজীবন শুরুতে বাধা সৃষ্টি করতে পারে।
এছাড়াও দূতাবাস শিক্ষার্থীদের তাদের নির্দিষ্ট ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও নির্দেশনার জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ধারিত শিক্ষাবিষয়ক সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। এতে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী তথ্য পাওয়ার নিশ্চয়তা থাকবে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস আরও জানিয়েছে, প্রতিবছর বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে আবেদন করে থাকেন। এসব শিক্ষার্থীর সহায়তায় দূতাবাস নিয়মিতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
ভবিষ্যতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনা একটি সময়োপযোগী সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে। সময়মতো আবেদন করে শিক্ষার্থীরা যেমন অনিশ্চয়তা এড়াতে পারবেন, তেমনি তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সময়মতো উপস্থিত হয়ে একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নে শুরু করতে পারবেন।